জার্নালটি বিক্রির জন্য নয়।
এই জার্নালের সমস্ত লেখা কপিলেফ্ট। এই জার্নালটির যে কোন অংশ যে কেউ অবাণিজ্যিক, অলাভজনক উদ্দেশ্যে মূল লেখাকে অবিকৃত রেখে নকল এবং পরিবেশন করতে পারবেন।
এছাড়া জার্নালটি কেবল মাত্র ই-মেইলে সম্পাদনা পর্ষদের সাথে যোগাযোগ করে যে কেউ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।
সম্পাদনা পর্ষদ
রবিন পারভেজ
মনোয়ার হুসেন মুরাদ
বিপুল দাম হৃদয়
দুপুর মিত্র
হটলাইন: ০১৭১০৯২৭৭২৮
ই-মেইল ঠিকানা-
mitra_bibhuti@yahoo.com
আমাদের নীতিমালা
প্রকাশনা নীতিমালা
১। আমরা প্রকাশের জায়গাকে নিরীক্ষার জায়গা মনে করি। নিরীক্ষাধর্মী লেখাকে আমরা অধিক গুরুত্ব সহকারে প্রকাশ ও চর্চাকে বাঞ্চনীয় মনে করি।
২। আমরা বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে যে কোন কিছু বিশ্লেষণ, পর্যালোচনা, যুক্তি নির্মাণে সচেষ্ট। ফলত এই ম্যাগাজিনে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা এবং স্থানীয় লেখকদের পাশাপাশি বিদেশি লেখকদের লেখা স্থান পাবে। বিভিন্ন জাতি সত্ত্বার সাহিত্যও এখানে স্থান পাবে।
৩। আমরা লেখকের নাম নয়, লেখার মানকে গুরুত্ব দেব। আমাদের ম্যাগাজিনে এজন্য লেখা আগে থাকবে, পরে পরিচিতিসহ লেখকের নাম লেখার নিচে থাকবে।
৪। আমরা মনেপ্রাণে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে লালন করি। অসাম্প্রদায়িক ও উদারনৈতিক চেতনাকে লালন ও তা ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর।
৫। আমরা বিজ্ঞাপন প্রচার ও প্রকাশের বিপক্ষে। আমাদের কোনো প্রকাশনায় বিজ্ঞাপন প্রকাশিত হবে না। তবে আদর্শগত দিক বিবেচনায় যে কোন গ্রন্থ, ম্যাগাজিন বা এরূপ প্রকাশনার বিজ্ঞাপন বিনামূল্যে আমরা প্রচার ও প্রকাশ করব।
৬। আমাদের প্রকাশিত ম্যাগাজিনটি বিক্রির জন্য নয়। এটি বিনামূল্যে বিভিন্ন ঠিকানায় প্রেরিত হবে। যারা ম্যাগাজিনটি পেতে আগ্রহী তাদেরকে আমাদের ঠিকানায় একটি বড় খামের সাথে প্রয়োজনীয় ডাকটিকেট লাগিয়ে ও ঠিকানা লিখে ফেরত খামটি আরেকটি খামের ভেতর ভরে প্রেরণ করতে হবে। পত্রিকা সরবরাহের ক্ষেত্রে গ্রাম-মফস্বল প্রাধান্য পাবে।
৭। ম্যাগাজিনে প্রকাশিত লেখাগুলো কপিলেফ্ট। অর্থাৎ লেখক ও লেখাকে অবিকৃত রেখে যে কেউ যে কোন লেখা বা লেখার অংশ লেখক এবং প্রকাশককে না জানিয়ে অবাণিজ্যিক ও অলাভজনক উদ্দেশ্যে প্রচার, প্রকাশ ও পরিবেশন করতে পারবেন, যা কপিরাইট আইনের লংঘন বলে বিবেচিত হবে না ।
৮। অপরিচিত, প্রচারবিমুখ, স্বল্প পরিচিত এরূপ লেখকদের প্রাধান্য দেয়া হবে। নতুন নতুন সংখ্যায় নতুন নতুন লেখকদের স্থান করে দেওয়া আমাদের লক্ষ্য।
৯। কোন ধরনের গোষ্ঠী চর্চা, গোষ্ঠীর এজেন্ট বা প্রোমোট আমরা করব না। প্রায় প্রতি শুক্রবার সম্পাদনা পর্ষদ সভা করবে। পর্ষদের নিয়মিত সভায় ন্যূনতম ৩ জনকে উপস্থিথ থাকতে হবে।
১০। আমরা কোন ধরনের অর্থনৈতিক সহযোগিতা বা অনুদান নেব না।
১১। কোন সদস্য সম্পাদনা পর্ষদে না থাকতে চাইলে ৬ মাস পূর্বে সম্পাদনা পর্ষদের নিকট লিখিত আবেদন করতে হবে।
১২। প্রেরিত লেখা ফেরত দেয়া হবে না। তবে লেখা মনোনীত না হলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
১৩। সম্পাদনা পর্ষদ প্রকাশনা নীতিমালা পরিবর্তন, পরিমার্জন বা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।
১৪।ম্যাগাজিনটি ব্লগসাইটেও প্রকাশিত হবে। সম্পাদনা পর্ষদের প্রত্যেক সদস্য ৫ কপি করে পাবেন। এর ভেতর অবশ্যই প্রত্যেকে এক কপি সংরক্ষণ করবেন।
১৫। ম্যাগাজিনটি ষান্মাসিক। তবে সম্পাদনা পর্ষদ প্রয়োজনে বিশেষ সংখ্যা প্রকাশ করতে পারবে।
১৬। চূড়ান্ত প্রকাশের জন্য নির্বাচিত লেখায় সম্পাদনা পর্ষদের প্রত্যেক সদস্যের স্বাক্ষর থাকতে হবে। লেখা নির্বাচনের ক্ষেত্রে সম্পাদনা পর্ষদের প্রত্যেক সদস্যের শক্তিশালী যুক্তি থাকতে হবে।
১৭। লেখা পাঠাতে চাইলে A4 সাইজের কাগজে কম্পোজ করে অবশ্যই পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর পাঠাতে হবে। লেখা পাঠাবার ঠিকানা : বিপুল দাম হৃদয়, সাতানীপাড়া (বৌবাজার), শেরপুর সদর, শেরপুর। নচেৎ প্রেরিত লেখা অগ্রহনযোগ্য বলে বিবেচিত হবে।
লেখা ইমেইলে পাঠাতে পারেন। ইমেইলে লেখা পাঠাবার ঠিকানা – mitra_bibhuti@yahoo.com । এক্ষেত্রেও পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাতে হবে।
No comments:
Post a Comment