Total Pageviews

16306

মধুমঙ্গল বিশ্বাস-এর কবিতা


মধুমঙ্গল বিশ্বাসের কবিতাতেও নিরীক্ষার ছাপ রয়েছে স্পষ্ট।

মধুমঙ্গল বিশ্বাস-এর কবিতা

ভাব-বিভাব

৬.
যে-কোনও সম্ভাবনার মাঝে একটি জ্যোৎস্নার
সিঁড়ি শুয়ে থাকে। সিঁড়িটির মাঝখানে ভাঙা। তুমি
তাকে অতিক্রম করতে পারো
না কখনও। প্রত্যেক ভাদ্রে
প্রতিটি সম্ভাবনায় তুমি যখন
সফলতা দেখতে চাও তোমার
অন্ধকার ঘরের বিজন অপেক্ষা
ভাঙা সিঁড়িটির পারাপার হয়ে
ওঠে।

তোমার শরীরে তখন অরূপের
আগুন। তোমার সিঁড়িতে
তখন রূপের প্রশান্তি।

৭.
আপনার জঙ্ঘা থেকে একটা ফ্লাইওভার
চলে গেছে আমেরিকার দিকে।

আমেরিকা বললে
কেউ বোঝে ট্রেডসেন্টার কেউ ফ্রি-সেক্স
সে ভাবল এভারেস্ট
সে ভাবল পাতাল

আমেরিকা ভাবল, তেমন ঝড় এলে সবই সমান

ফ্লাইওভারের নীচে অনাথ ঝুমঝুমি

No comments:

Post a Comment