Total Pageviews

তুহিন তৌহিদ-এর কবিতা


তুহিন তৌহিদের মতে নিরীক্ষা নতুন কবিতার জন্ম দেয়। প্রচলিত ধারার বাইরে নতুন কবিতা লেখার চেষ্টাই নিরীক্ষা। একজন কবির সব কবিতা নিরীক্ষাধর্মী নয়; তবে অধিকাংশ নিরীক্ষাই নতুন কবিতা। স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফুর্ত কবিতার চেয়ে নিরীক্ষা একটু আলাদা। তার কাছে নিরীক্ষা এক ধরণের সচেতন কবিতা। তবে দীর্ঘদিনের চেষ্টায় নিরীক্ষাও স্বতঃস্ফুর্ত হয়ে উঠতে পারে। গতানুগতিক কবিতার ভাষা, আঙ্গিক থেকে মুক্তির জন্য নিরীক্ষা প্রয়োজন। নিচের কবিতাগুলোতে নিরীক্ষার চেষ্টা করা হয়েছে। বিবেচনা পাঠকের...

তুহিন তৌহিদ-এর কবিতা

নেকড়েটা ভেতরেই আছে

Protect yourself from your own thoughts ÑRumi

১.
ভেতরের খরস্রোতা নদীকে ডরাই
ঝোঁপের আড়ালে থাকা নেকড়েটা নিয়ে যত ভয়

নেকড়েটা ভেতরেই আছে
ভেতরেই আছে নেকড়েটা
নেকড়েটা আছে ভেতরেই
নিজেকে সুরক্ষা দাও তার কাছ থেকে

ঝোঁপের আড়াল থেকে উঁকি দেবে, দেখে নেবে কতটা সতর্ক তুমি। খেয়াল হারালে
খেয়ে ফেলবে সে

নেকড়েটা ক্ষুধার্ত, লোলুপ
নেকড়াটা ছল ধরা জানে

দৃশ্যত গোলাপ ফুল অগণিত ফুটে আছে, যেন
ব্যাবিলনে ঝুলন্ত উদ্যান
ধরতে গেলেই হবে লোমশ শরীর

নেকড়েটা ভেতরেই থাকে আমৃত্যু ঘাপটি মেরে
ঝোঁপের আড়ালে
দেখে নিও, নয়তো সে তোমাকেই দেখে নেবে

হয়ো না পাগলা ঘোড়া, ঝড়ের বাতাস
আত্মঘাতী সুখমুগ্ধ মেফিস্টোফিলিস

ফস্টাস, ফস্টাস, নেকড়েটা ভেতরেই আছে

সুযোগ খুঁজে সে, আততায়ী অন্ধকারে গর্জে ওঠে
তখন তোমার মাঠে ছড়ায় না আমলকিরোদ

মিস্টার ক্যুর্জ ইজ অ্যা রিনাউন্ড ম্যান

৩.
হারতে এসেছো, তার দুর্নিবার হাতে
এসেছে কি বেকুব শিকার হতে?

দুর্গম পর্বত, ঝোঁপঝাড়, পাথরের গুহা
কালোপর্দা ভেদ করে তীক্ষ্ণ-দৃষ্টি তোমার দিকেই
ঝলসানো চোখ, যেন
আগুন থেকেই তার জন্ম হয়েছিল

সে বড় নাছোড়
সহজেই তার সাথে পারবে না
সহজেই পারবে না তার সাথে

নিজেকে সুরক্ষা দাও, দৃঢ় হও, নির্মোহ হও
চারপাশে গড়ে তোলো দুর্ভেদ্য দেয়াল
যেন না আসতে পারে টপকে, মাড়িয়ে

ওথেলো, ওথেলো
কাকে তুমি হত্যা করে ফেলো!

নেকড়ের চেয়ে বেশি হিংস্র সেই নেকড়েটা ভেতরেই আছে
জোগান হয়ো না তার ক্ষুধ-পিপাসার


No comments:

Post a Comment